বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা অক্ষমতা ভাতার জন্য আবেদন
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষমতা ভাতার জন্য আপনারা আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে | যাদের বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারেন |বার্ধক্য ভাতা আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন হিসাবে রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হয় |একইভাবে বিধবা ভাতা বা অক্ষমতা ভাতার জন্যেও প্রতি মাসে এক হাজার টাকা করে পাওয়া যায় |বার্ধক্য ভাতার জন্য স্ত্রী পুরুষ উভয়েই আবেদন করতে পারেন তবে তাদের বয়স 60 বছর বেশি হতে হবে |বিধবা ভাতার জন্য শুধুমাত্র বিধবা বা স্বামীহারা মহিলারা আবেদন করতে পারবেন |অক্ষমতা ভাতার জন্য শুধুমাত্র যারা প্রতিবন্ধী তারা আবেদন করতে পারবেন | অক্ষমতা ভাতার জন্য বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনের জন্য অবশ্যই আপনার কাছে প্রতিবন্ধী সার্টিফিকেট থাকতে হবে |
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা অক্ষমতা ভাতার জন্য কি কি ডকুমেন্টস ?
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা অক্ষমতা ভাতার জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত ডকুমেন্টগুলি থাকতে হবে |
আধার কার্ড
রেশন কার্ড
ইনকাম সার্টিফিকেট
ব্যাংকের পাস বই
নমিনেশন ফর্ম (মৃত ব্যক্তির ক্ষেত্রে )
ভোটার কার্ড
প্রতিবন্ধী সার্টিফিকেট
স্বামীর মৃত্যু সার্টিফিকেট (বিধবা ভাতার জন্য )
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা অক্ষমতা ভাতার জন্য কিভাবে আবেদন করবেন ?
বর্তমানে এই সমস্ত ভাতার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি | শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়া যায় |আবেদনপত্রটি আপনারা বিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারেন |আবেদনপত্রটির ডাউনলোড লিংক নিচে দেয়া হল |
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা অক্ষমতা ভাতার আবেদন ফর্ম
No comments:
Post a Comment