পশ্চিমবঙ্গ সরকার পুরোহিতদের জন্য নিয়ে এসেছেন দারুন ভাতার সুবিধা | এই সুবিধা হিন্দু সমাজের পুরোহিতরা অর্থাৎ যারা বিভিন্ন মন্দিরে গিয়ে পূজা করেন তারা পেয়ে থাকবেন | শুধুমাত্র হিন্দু ধর্মের পুরোহিতরায় নয় হিন্দু ধর্মের পাশাপাশি খ্রিস্টান, জৈন , বৌদ্ধ, এবং পারসী ধর্মের পুরোহিত এই বিশেষ ভাতা পাবেন |
যে সমস্ত সম্প্রদায়ের পুরোহিত খুবই দরিদ্র শ্রেণীর শুধুমাত্র তারাই এই ভাতার জন্য আবেদন করতে পারবেন | আবেদন করলে এই সমস্ত দরিদ্র পুরোহিতরা পাবেন প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ মাসিক ভাতা এবং এই মাসিক ভাতার পাশাপাশি যারা অত্যন্ত দরিদ্র যাদের ঘরবাড়ি নেই তাদেরকে নতুন বাড়ি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে | নতুন বাড়ি করার জন্য 120000 টাকা পর্যন্ত সরকার থেকে অনুদান দেয়া হবে এই দরিদ্র পুরোহিতদের কে |প্রকল্পের নাম: স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরহিত
Scheme Name : State Welfare Scheme For Purohits
কি কি সুবিধা থাকবে এই নতুন প্রকল্পে:
1. সমাজের হিন্দু , খ্রিস্টান, জৈন , বৌদ্ধ, এবং পারসী এই সমস্ত সম্প্রদায়ের পুরোহিতরা যারা খুবই দরিদ্র তারা প্রতি মাসে 1000 টাকা করে মাসিক ভাতা পাবেন |
2. এই সমস্ত সম্প্রদায়ের পুরোহিতরা যাদের ঘরবাড়ি নেই তারা বাড়ি তৈরীর জন্য 120000 টাকা পর্যন্ত সাহায্য পাবেন |
কারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন:
1. সমাজের হিন্দু , খ্রিস্টান, জৈন , বৌদ্ধ, এবং পারসী এই সমস্ত সম্প্রদায়ের পুরোহিতরা এই প্রকল্পের আবেদন করতে পারবেন |
2. শুধুমাত্র পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন |
3. যে সমস্ত দরিদ্র পুরোহিতরা এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদেরকে তাদের নিজের নামে জমি থাকতে হবে এবং সেই জমিতে রাজ্য সরকার থেকে ঘর তৈরি করে দেওয়া হবে | যদি কোন পুরোহিতদের নিজস্ব জমি না থাকে সে ক্ষেত্রে রাজ্য সরকার সম্ভাব্য কোন একটা জায়গায় ঘর তৈরি করে দেবে |
কিভাবে আবেদন করবেন :
এই Scheme জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে অর্থাৎ অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে |
আবেদন পত্র কোথায় জমা দেবেন:
1. যারা গ্রাম থেকে আবেদন করবেন তাদেরকে বিডিও অফিসে ( Block Development Officer ) জমা করতে হবে|
2. যারা কলকাতার বাইরের কোনো মিউনিসিপ্যালিটি এলাকা থেকে জমা দেবেন- Sub-Divisional Officer (SDO)
3. যারা কলকাতা থেকে আবেদন করবেন তারা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের জমা দেবেন |
No comments:
Post a Comment