নদীয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর জারি করা নোটিশ অনুযায়ী এই লকডাউন শুরু হবে 8 আগস্ট মধ্যরাত্রি থেকে | নদীয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নদীয়া জেলার মোট আটটি বড় পৌরসভা এলাকা এবং 25 টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই লকডাউন এর ঘোষণা দিয়েছেন |
যে 8 পৌরসভা এলাকায় লকডাউন জারি করা হয়েছে সেই পৌরসভা এলাকা গুলি হল-
KRISHNAGAR
GAYESHPUR
HARINGHATA
RANAGHAT
SANTIPUR
CHAKDAH
KALYANI
যে 25 টি গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণরূপে লকডাউন থাকবে সেই গ্রাম পঞ্চায়েত এলাকা গুলি হল
BRITTIHUDA, CHAPRA-1 & 2, MAHATPUR, DEBAGRAM, MIRA 1, BHANDERKHOLA, BHATJUNGLA, DEYPARA, DOGACHI, MAJHDIA-PANCHSHILA, BETHUADAHARI 1 and 2, KARIMPUR 1 And 2, BETAI 1, CHITKA, KANAINAGAR, NATNA, TEHATTA, PALASHIPARA, TATLA 2, KANCHRAPARA, SAGUNA AND NOKARI.
সমস্ত দোকান যেমন চায়ের দোকান, হোটেল মোবাইল ফোনের দোকান ইত্যাদি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে | মার্কেট কমপ্লেক্স ,সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ও কর্মসংস্থান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে যেমন ওষুধের দোকান |
রাস্তাঘাট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে | বাস চলাচল থাকবে সম্পূর্ণরূপে বন্ধ |তবে শুধুমাত্র দূরপাল্লার বাসগুলো চলতে পারবে তবে Covid Positive জোনে সেই বাসগুলো স্টপিস দিতে পারবে না শুধুমাত্র সেই এলাকার ওপর দিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে |
উপরে উল্লেখ করা সমস্ত এলাকায় লকডাউন থাকবে সম্পূর্ণ অর্থাৎ 24 ঘন্টায় থাকবে সম্পূর্ণরূপে লকডাউন এবং সাতদিন পর্যন্ত চলবে এই লকডাউন |
No comments:
Post a Comment