যাদের কাছে সিএসসির আইডি আছে তারা কিভাবে সিএসসির আইডি থেকে আইডি কার্ড ডাউনলোড করবেন সেটাই আজকেরে আর্টিকেলে দেখানো হবে |
আইডি কার্ড ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন |
উপরে দেওয়া লিংকে ক্লিক করার সাথে সাথেই সিএসসির অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে | এখান থেকে উপরের মেনু থেকে মাই অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করতে হবে | নিচের ছবিটি ভালভাবে লক্ষ্য করুন |
যখনই মাই অ্যাকাউন্ট এর উপর ক্লিক করবেন- সাথে সাথেই আপনাকে CSC আইডি এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করতে বলা হবে | যখনই সিএসসি আইডি এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন | সাথে সাথেই আপনাকে অথেন্টিকেট করার ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে আপনাকে ভেরিফাই করা হবে |
এই পেজে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সিলেক্ট করে আপনার হাতের ছাপ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের উপর রেখে ক্যাপচা বাটনে ক্লিক করতে হবে | ঠিকভাবে হাতের ছাপ ভেরিফাই হয়ে গেলে সিএসসির অফিশিয়াল পেজে আপনি লগইন হয়ে যাবেন |
সিএসসির অফিশিয়াল পেজে লগইন হওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন আইডি কার্ডের একটা অপশন আছে | আপনি কি সেই আইডি কার্ডের ওপর ক্লিক করতে হবে | যখনই আপনি আইডি কার্ডের উপর ক্লিক করবেন সাথে সাথেই সিএসসি থেকে আপনাকে একটা আইডি কার্ড দেওয়া হবে |
No comments:
Post a Comment