যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তারা বাড়িতে বসেই অনলাইন থেকে আধার কার্ড এর যাবতীয় অ্যাড্রেস সংশোধন করতে পারেন | এমনকি অনলাইন থেকে তারা আধার কার্ড ডাউনলোড করতে পারেন | কিন্তু যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারেন না | তাদের কথা মাথায় রেখেই একটা নতুন সার্ভিস আধার কার্ডের পোর্টালে যুক্ত করা হয়েছে | এই নতুন সার্ভিস টির নাম হল আধার প্রিন্ট |
আধার প্রিন্ট কি ?
আধার কার্ড প্রিন্ট এমন একটি পরিষেবা যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই একটা নতুন আধার কার্ড অর্ডার করতে পারবেন এই সার্ভিসটি পরিষেবা পাওয়ার জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করা না থাকলেও হবে | যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তারাও এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন | যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারাও এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন |
আধার প্রিন্ট পরিষেবাটি আসার ফলে সমস্ত মানুষের দারুন সুবিধা হচ্ছে | বিশেষ করে ওই সব মানুষদের বেশি সুবিধা হচ্ছে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই | কারণ অনেকেই আছেন যাদের আধার কার্ড টি ছিড়ে গেছে ,ফেটে গেছে বা নষ্ট হয়ে গেছে সে ক্ষেত্রে যেহেতু তাদের আঁধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, তাই তারা অনলাইন থেকে আধার কার্ড কে ডাউনলোড করতে পারছেন না | কিন্তু এই সার্ভিসটি আসার ফলে তারা বাড়িতে বসেই নতুন আরেকটি অরিজিনাল আধার কার্ড Reprint তার বাড়িতে নিয়ে আসতে পারছেন |
আধার কার্ড প্রিন্ট করার জন্য 50 টাকা পেমেন্ট করতে হয় | পেমেন্ট করার সাথে সাথে একটা একনলেজমেন্ট নাম্বার আপনাকে দিয়ে দেয়া হয় সেই একনলেজমেন্ট নাম্বারটি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যে আপনার আধার কার্ড দিয়ে কতদূর আসলো |
আধার কার্ড প্রিন্ট করার জন্য পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে কিন্তু কোন একনলেজমেন্ট নাম্বার পাননি সেক্ষেত্রে কি করবেন ?
আধার কার্ড অফিসের কাস্টমার কেয়ার নাম্বার: 1947
আধার কার্ডের অফিশিয়াল টুইটার পেজ : CLICK HERE
অনেকক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকম টেকনিক্যাল প্রবলেম এর জন্য পেমেন্ট সাকসেসফুল হয়ে যায় কিন্তু একনলেজমেন্ট নাম্বারটি জেনারেট হয় না সেক্ষেত্রে আপনার বাড়িতে আধার কার্ড আসে না এমন অবস্থায় আপনারা কি করবেন ? আপনাকেও যদি এমন অবস্থায় পড়তে হয় তাহলে প্রথমত আপনি আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ফোন করবেন | সেখান থেকে কি বলছে সেটা আপনি শুনবেন সেখান থেকে যদি আপনার প্রবলেম এর সমাধান না হয় তাহলে দ্বিতীয় স্টেপ আপনি আধার কার্ডের অফিশিয়াল টুইটার পেজে এসএমএস করবেন |
No comments:
Post a Comment