Garib Kalyan Rojgar Abhiyaan
পরিযায়ী শ্রমিকদের জন্য ভারত সরকার আনতে চলেছেন দারুন একটা প্রকল্প | এই প্রকল্পের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যের শ্রমিকরা যারা দেশে ফিরেছেন এবং কর্মহারা হয়ে পড়েছেন তাদের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছেন |
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা কর্মসূত্রে থাকতেন | লকডাউন এর জেরে এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ রাজ্যে ফিরে এসেছেন | এর ফলে বেশিরভাগ পরিচয় শ্রমিকরাই কর্মহীন হয়ে পড়েছেন তাদের কাছে এখন কোন রকমের কাজ নেই | এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই দেশের সরকার আনতে চলেছেন দারুন একটা প্রকল্প | এই প্রকল্পের নাম “গরিব কল্যাণ রোজগার অভিযান” | এই প্রকল্পের আওতায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আসবেন তাদের জন্য 50 হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন |কোন কোন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ?
আজ শনিবার, (20/06/2020) আনুষ্ঠানিকভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের শুভ উদ্বোধন করবেন বিহারের খগড়িয়া থেকে | বর্তমানে 6 টি রাজ্যের মোট 116 টি জেলার পরিযায়ী শ্রমিকরা এই প্রকল্পের লাভ নিতে পারবেন | বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশা -- এই মোট ছটি রাজ্য এই প্রকল্পের আওতায় থাকছে পরবর্তী সময়ে অন্যান্য রাজ্যের কেউ এই প্রকল্পের অধীনে নেওয়া হবে |
গরিব কল্যাণ রোজগার অভিযান
কি ?
যে পরিমাণে বিভিন্ন রাজ্যের পরিচয় শ্রমিকরা নিজ নিজ রাজ্যে ফিরছেন তাতে ব্যাপকহারে কর্মহীনতার সংকটের মধ্যে পড়তে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের
| এই সমস্ত পরিশ্রমীদের আর্থিক দিক টা কে সচল রাখার জন্য দেশের সরকার নতুন এই Garib Kalyan Rojgar Abhiyaan প্রকল্প নিয়ে আসতে চলেছেন | এই প্রকল্পের মাধ্যমে দেশের ছয়টি জেলার মোট 116 টি রাজ্যের পরিশ্রমী করা এই প্রকল্পের আওতায় আসবেন| এই প্রকল্পের জন্য দেশের সরকার মোট 50 হাজার কোটি টাকা অর্থ বরাদ্দ করেছেন |
কিভাবে টাকা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে
?
এই প্রকল্পের মাধ্যমে কাউকেই সরাসরি টাকা দেওয়া হবে না | এই প্রকল্পের আওতায় মোট 25 রকমের কাজ দেশের পরিযায়ী শ্রমিকদের দেয়া হবে | এই সমস্ত কাজের জন্য মোট 50 হাজার কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে |
No comments:
Post a Comment