সামাজিক সুরক্ষা যোজনা :
পশ্চিমবঙ্গের রাজ্য সরকার একের পর এক নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যবাসীর জন্য | তারই মধ্যে সামাজিক সুরক্ষা যোজনা একটি অন্যতম প্রকল্প | এই সামাজিক সুরক্ষা যোজনা আর লাভ পাবেন পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষরা বিভিন্ন নির্মাণ কাজের সঙ্গে জড়িত বিভিন্ন পরিবহন কাজের সঙ্গে জড়িত এবং সাংগঠনিক কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত তারাই
কারা কারা সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন :
- আপনাকে অবশ্যই একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে |
- নির্মাণ কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রমিকরা এই যোজনা লাভ পাবেন |
- পরিবহন কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত সমস্ত শ্রমিকরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন |
- অসংগঠিত ক্ষেত্রের বিভিন্ন শ্রমিকরাও এই প্রকল্পের লাভ নিতে পারবেন |
কি কি সুবিধা পাওয়া যাবে সামাজিক সুরক্ষা যোজনা মাধ্যমে :
সামাজিক সুরক্ষা যোজনা এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার একগুচ্ছ সুযোগ-সুবিধা দিচ্ছে রাজ্যবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে |
- দুর্ঘটনাজনিত মৃত্যু বা বিকলাঙ্গতার জন্য ক্ষতিপূরণ |
- স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা |
- ছেলেমেয়েদের শিক্ষার জন্য বিভিন্ন রকম অনুদান ও স্কলারশিপ |
- প্রভিডেন্ট ফান্ড এর সুবিধা |
কি কি সুবিধা পাওয়া যাবে প্রভিডেন্ট ফান্ড থেকে :
সামাজিক সুরক্ষা যোজনা যারা নাম অন্তর্ভূক্ত করবেন তারা একটি প্রভিডেন্ট ফান্ড পাবেন | এই প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে আপনাকে 25 টাকা করে জমা রাখতে হবে | এর ফলে রাজ্য সরকার আপনার সেই প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে 30 টাকা করে জমা রাখবেন | কিন্তু বর্তমানে এই সম্পূর্ণ টাকা রাজ্য সরকার বহন করবেন | এবং এই টাকা সুদ সহ আপনার বয়স যখন 60 বছর হয়ে যাবে আপনি এককালীন তুলতে পারবেন | অথবা অকাল মৃত্যুর কারণে ,স্বেচ্ছায় যদি আপনি এই টাকা তুলে নিতে চান তো আপনি তুলে নিতে পারবেন | কিন্তু 1 লা এপ্রিলের পর থেকে নতুন বাজেট ঘোষণা হওয়ার পর থেকে এই সামাজিক সুরক্ষা যোজনার নাম পরিবর্তন হয়েছে “বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা” |
কি কি সুবিধা পাওয়া যাচ্ছে” বিনামূল্যে সামাজিক সুরক্ষা” যোজনায় :
বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আপনি যদি নাম নথিভুক্ত করেন , তাহলে যে প্রভিডেন্ট ফান্ড পাওয়া যায় সেই প্রভিডেন্ট ফান্ডে আপনাকে কোন রকমের টাকা জমা করতে হবে না | 25 টাকা করে যে টাকাটা আপনাকে জমা করতে হতো সেই টাকাটা রাজ্য সরকার নিজেই বহন করবে এবং বাড়তি প্রতি মাসে 30 টাকা করে রাজ্য সরকার আপনার খাতায় জমা করবে | এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 500 কোটি টাকা ঘোষণা করেছে |
How To Apply Online
কি কি ডকুমেন্টস লাগবে
:
- আধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- ব্যাংকের পাস বই
কিভাবে আবেদন করবেন :
সামাজিক সুরক্ষা যোজনা এ আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এবং এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পয়লা এপ্রিল থেকে | আবেদন করার ওয়েবসাইট উপরে দেওয়া আছে |
অনলাইনে কি কি আপলোড করতে হবে ;
অনলাইনে কি কি আপলোড করতে হবে ;
- পাসপোর্ট সাইজ ফটো
- সিগনেচার বা সই
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাংক পাস বই
- ফরম নম্বর 1
- Dependency Passbook
ফরম নম্বর 1 এখান থেকে ডাউনলোড করুন
No comments:
Post a Comment