করোনা (COVID-19) সংক্রমণের জন্য দেশে তথা সারা পৃথিবীতে চলছে লকডাউন | এই লকডাউন চলার জন্য বেশিরভাগ মানুষই হয়ে পড়েছে কর্মহীন এবং অর্থহীন | এই অবস্থায় সাধারণ মানুষ তাদের সংসার চালাতে হিমশিম খেয়ে পড়ছেন |
কারণ সমাজে এমন অনেক মানুষ আছেন যারা দিনমজুর |
দিন আনে দিন খায় | এই অবস্থায় তারা বাইরে বেরোতে পারছে না এবং তারা কোন কাজ করতে পারছে না | তাই তারা একদম ইনকাম হীন হয়ে পড়েছেন | সমাজের এই সমস্ত গরিব দিনমজুরদের কথা ভেবেই আমাদের দেশের সরকার সাধারণ গরিব মানুষ যাতে ফ্রিতে গ্যাস পাই তার ব্যবস্থা করেছেন
| যেদিন থেকে ফ্রিতে গ্যাস দেওয়ার ঘোষণা করা হয়েছে সেদিন থেকে সবার মনের মধ্যে প্রশ্ন রয়ে গিয়েছে যে এই ফ্রিতে গ্যাস কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না | এই ফ্রিতে গ্যাস শুধুমাত্র তারাই পাবেন যারা উজ্জ্বলা যোজনা (ujjwala
yojana ) মাধ্যমে গ্যাস কানেকশন নিয়েছিলেন
|
যদি আপনার কাছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস এর কানেকশন থাকে তাহলে আপনারা এই ফ্রি গ্যাসের সিলিন্ডার পেয়ে যাবেন | যে সমস্ত পরিবাররা উজ্জ্বলা যোজনা (ujjwala
yojana ) মাধ্যমে কানেকশন নিয়েছিলেন -সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র তারাই এই ফ্রি গ্যাসের সার্ভিস পাবেন
|
FREE GAS
CYLINDER UPDATE: PM FREE GAS CYLINDER, UJJWALA
YOJANA GAS CONNECTION, FREE UJJWALA GAS CONNECTION, FREE UJJWALA GAS CYLINDER.
Scheme Name
|
Ujjwala Jojana Free Gas Cylinder
|
Eligibility
|
Ujjwala Jojana Gas Holder
|
List
|
|
Last date
|
Not Declared
|
আপনিও যদি এই ফ্রিতে গ্যাস সার্ভিস নিতে চান | তাহলে অবশ্যই Ujjwala Jojana Free Gas Cylinder নামের লিস্ট একবার হলেও চেক করে নিন | যদি এই লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনারা যোজনার লাভ নিতে পারবেন |
ধরুন আপনার কাছে উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন আছে | অথচ লিস্টে আপনার নামটা নেই | তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাবেন |এর জন্য ছোট্ট একটা ট্রিক আছে | সেই ট্রিকটা এপ্লাই করলেই আপনিও পেতে পারেন এই ফ্রিতে গ্যাস সিলিন্ডার
|
বর্তমানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী -প্রতিটি জন ধন যোজনা একাউন্টে 500 টাকা করে দেয়া হচ্ছে | আপনিও যদি এই 500 টাকা আপনার একাউন্টে পেয়ে থাকেন তাহলে আপনিও নিঃসন্দেহে এই ফ্রিতে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন |
No comments:
Post a Comment