আপনারা সবাই জানেন যে বর্তমানে আমাদের ভারতবর্ষের অবস্থা কতটা শোচনীয় | শুধু ভারতবর্ষে নয়, ভারত বর্ষ তথা সারা পৃথিবীর অবস্থায় এখন দারুন সংকেতের মধ্যে | এমন অবস্থায় CORNA (
COVID-19) প্রতিরোধের জন্য বিশ্বের প্রত্যেকটি দেশে চলছে অনির্দিষ্টকালের জন্য LOCK-DOWN |
এই লকডাউন থাকার ফলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে | বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো একই অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে
| এমন অবস্থায় সবাই বাড়িতে বসে কাজ করছেন |
কিন্তু আমাদের দেশের এমন অনেক মানুষ আছেন যারা দিন আনে দিন খায় অর্থাৎ অত্যন্ত গরিব মানুষ যারা প্রত্যেকদিন যা ইনকাম করে নিয়ে আসেন সেটা দিয়ে তাদের জীবন কোনরকমে কেটে যেত | এই সমস্ত মানুষদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে | কারণ যেহেতু লোকজনের জন্য সমস্ত অফিস-আদালত বন্ধ রয়েছে |
তাই এই সমস্ত গরীব মানুষরা বাইরে বের হতে পারছেন না | এবং তারা কোন রকমই কাজ করতে পারছেন না | এর ফলে তাদের প্রত্যেক দিনের যে রোজকার সেটাও তারা করতে পারছেন না | এরকম অনেক মানুষ আছেন যারা এখন অনাহারে দিন কাটাচ্ছেন | এই সমস্ত মানুষদের জন্য বিভিন্ন রিলিফ খোলা হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে | এবং সেই ফান্ডের মাধ্যমে এই সমস্ত অনাহার দরিদ্র মানুষদের পাশে রয়েছেন সরকার এবং তাদেরকে বিনামূল্যে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে |
এই গভীর সংকটের মধ্যে থেকেও যাতে সাধারন মানুষদের কোন রকমের সমস্যা না হয় সেজন্য ভারত সরকার একটা দারুন পদক্ষেপ নিয়েছেন
| এর ফলে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই তিন মাস রান্না করার গ্যাস সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়ার ব্যবস্থা করেছে
| অর্থাৎ আপনার যদি একটি গ্যাস কানেকশন থাকে তাহলে আপনি তিনটে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে |
কারা
কারা
পাবেন এই ফ্রি গ্যাস পরিষেবা:
প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আমাদের দেশের সমস্ত স্টেটের মানুষরা এই ফ্রী গ্যাস পরিষেবা পাবেন | দেশের যে সমস্ত পরিবারের, যাদের কাছে উজ্জ্বলা যোজনা কার্ড রয়েছে অর্থাৎ যারা উজ্জ্বলা যোজনা মাধ্যমে গ্যাস কানেকশন পেয়েছেন তারাই পাবেন এই ফ্রি গ্যাস পরিষেবা
| এর ফলে সারাদেশের ৮ কোটি মানুষ এই বিনামূল্যে গ্যাস পরিষেবা পেতে চলেছেন |
কবে
থেকে
ফ্রি
গ্যাস পরিষেবা পাওয়া যাবে:
এই ফ্রি গ্যাস পরিষেবা দেওয়া শুরু হবে এপ্রিল মাস থেকে এবং শেষ হবে জুন মাসে অর্থাৎ এপ্রিল, মে, জুন এই তিন মাসে তিনটে সিলিন্ডার সম্পূর্ণ ফ্রীতে দেওয়া হবে |
কিভাবে পাব এই ফ্রি গ্যাস পরিষেবা:
সাধারণত অন্যান্য প্রত্যেকটা গ্যাসের বুকিং এর মত আপনাকে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে গ্যাস বুক করতে হবে এবং গ্যাস বুক করার পর আপনাকে চলে যেতে হবে আপনার নির্দিষ্ট গ্যাস অফিসে | সেখানে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর আপনার সিলিন্ডারটি সংগ্রহ করতে হবে এবং আপনারা যখন সাবসিটি পান, সাবসিটি হিসাবে আপনারা পুরো পেমেন্টের টাকাটাই পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে
|
কোন
কোন
কোম্পানির ফ্রি গ্যাস পাওয়া যাবে:
আমাদের ভারতবর্ষের যতগুলো গ্যাস কোম্পানি আছে সমস্ত গ্যাস কোম্পানির সঙ্গে ভারত সরকারের চুক্তি হয়েছে এবং সমস্ত সরকারি-বেসরকারি সংস্থার গ্যাস কোম্পানী গুলো থেকে আপনারা সম্পূর্ন ফ্রিতে গ্যাস পেয়ে যাবেন
|
কিভাবে গ্যাস বুকিং করবেন:
আপনারা আগে যেভাবে গ্যাস বুকিং করতেন এসএমএস এর মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে | ঠিক একই ভাবে এই গ্যাসটিকে আপনারা বুক করতে পারবেন |
No comments:
Post a Comment