আগুন গরম হয় কেন ?
Ans : যখন কোন বস্তু আগুনে পোড়ে তখন কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে | বায়ুর অক্সিজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে | যে বস্তুটি আগুনে পড়ে সেটি যেসব রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি তা ভেঙে গিয়ে নতুন নতুন রাসায়নিক পদার্থ গঠিত হয় | পদার্থের ভৌত ধর্ম অনুযায়ী যে পদার্থ যেমন অবস্থাতেই থাকুক না কেন সে নিজের মধ্যে কিছু পরিমাণ শক্তি আবদ্ধ করে রাখে | রাসায়নিক বিক্রিয়া ওই সব পদার্থ ভেঙে গিয়ে যখন নতুন পদার্থ তৈরি করে | তখন সেই সঞ্চিত শক্তির কিছু ত্যাগ করে | সাধারণত এই শক্তি তাপ শক্তি হিসেবে নির্গত হতে থাকে | যখন আগুন জ্বলে তখন যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটে তা থেকে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় | আর তা আমাদের দেহের তাপমাত্রা অপেক্ষা অনেক বেশি বলেই আগুন গরম হয় |
কাচের কোন বস্তু হাত থেকে পড়ে গেলে ভেঙে যায় কেন ?
Ans : যে কোন বস্তু তা নরম হোক অথবা শক্ত হোক ভঙ্গুর অথবা অভঙ্গুর হোক তা মূলত নির্ভর করে বস্তুটিতে অনুর বিন্যাসের ওপর | সাধারণত যেসব বস্তু ভঙ্গুর নয় তাতে চাপ দিলেই ঐ বস্তুর নমনীয়তার জন্য রাসায়নিক স্থান বদল করে | এই পদ্ধতিকে বলে ডিফর্মেশন | তাই চাপে ওই সব বস্তু কখনোই ভাঙে না | কিন্তু কাঁচের মতো বস্তুর মধ্যে আছে নানা রকমের সিলিকন অক্সিজেন ও আরো অনেক কিছু | তাই চাপ দিলে কাচ ভেঙে যায় সেজন্য কাচের কোন বস্তু হাত থেকে পড়ে গেলেও সেটি ভেঙে যায় |
আঙ্গুল মটকা লে মচমচ শব্দ হয় কেন ?
Ans: আমাদের আঙুলে ছোট ছোট তিনটে হাড় থাকে | এটা আমরা সবাই জানি | হাড় তিনটে নমনীয় পেশী বা টেন্ডন দ্বারা সংঘটিত | আঙ্গুলটিকে তার নিজস্ব স্থান থেকে যেই বাঁকানো হয় তখনই ওই নমনীয় পেটি স্থানচ্যুত হয় এবং একটা মোট করে শব্দ পাওয়া যায় | পরবর্তীকালে আবার পেশী ঠিক জায়গায় ফিরে আসে তবে একবার মটকানো সাথে সাথেই আর একবার চেষ্টা করলে মোটেও মোট করে শব্দ হবে না |
No comments:
Post a Comment