কিভাবে Paytm KYC BC Point পাবেন ?
আপনার যদি একটি দোকান থাকে এবং আপনি যদি সেই দোকান থেকে একটা সিএসপি সেন্টার হিসেবে ব্যবহার করতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন | কারণ আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে একটি পেটিএম কেওয়াইসি পয়েন্ট নেবেন | পেটিএম কেওয়াইসি পয়েন্ট নিলে আপনাদের কি কি লাভ হবে এবং এই পেটিএম কেওয়াইসি পয়েন্ট এর মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন এই সমস্ত কিছু আজকের এই পোস্টে আমি আলোচনা করব |
Paytm KYC BC Point হল Paytm দ্বারা প্রাপ্ত একটি CSP পয়েন্ট | যেকোনো দোকানদার পেতে পারেন |আপনার কাছে যদি একটা Paytm KYC BC Point থাকে তাহলে আপনি আপনার সেন্টার থেকে যেকোনো ব্যক্তির পেটিএম এর KYC করে দিতে পারবেন সাথে সাথে তার পেটিএম পেমেন্ট ব্যাংক খুলে দিতে পারবেন | Paytm KYC BC Point পয়েন্ট থেকে যদি আপনার কোন কাস্টমার আপনার কাছে এসে তার একাউন্টে টাকা জমা করে তাহলে টাকা জমা করার দরুন আপনি কমিশন পাবেন |
Paytm KYC BC Point থেকে আপনারা যে কোন পেটিএম পেমেন্ট ব্যাংক এর কাস্টমার এর একাউন্টে ফ্রিতে টাকা ডিপোজিট করতে পারবেন এবং ফ্রিতে টাকা তুলতে পারবেন | এর ফলে আপনারা নির্দিষ্ট পরিমাণে কমিশন পাবেন | তাই আপনার সেন্টারে যদি একটা Paytm KYC BC Point থাকে তাহলে সব দিক থেকে আপনার অনেকটাই লাভ হতে চলেছে | একদিকে যেমন আপনার দোকানে কাস্টমার এর চাহিদা বাড়বে অন্যদিকে আপনি আপনার দোকানের আশা কাস্টমারদের সমস্ত সার্ভিস দিতে পারবেন |
Paytm Payment Bank : Paytm KYC BC Point থেকে আপনি যে কোন ব্যক্তির পেটিএম এর পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন | এই পেটিএম কেওয়াইসি পয়েন্ট থেকে আপনি আপনার যেকোনো কাস্টমারকে দুই ধরনের একাউন্ট খুলে দিতে পারবেন| সেভিংস একাউন্ট এবং কারেন্ট একাউন্ট | এই দুই রকমের একাউন্টটি সম্পূর্ণরূপে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট | এই একাউন্টে মান্থলি কোন টাকা মেইনটেনেন্স এর ঝামেলা নেই | আপনার একাউন্টে যদি সবসময় জিরো ব্যালেন্স থাকে বা আপনার একাউন্টে যদি টাকা না থাকে তবুও আপনার একাউন্টে কোন টাকা কাটা যাবে না |
ATM Card : আপনার কাছে যদি একটি পেটিএম কেওয়াইসি পয়েন্ট থাকে তাহলে আপনি সেখান থেকে আপনার দোকানের কাস্টমার দের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তাদের জন্য এটিএম কার্ডের আবেদন করতে পারবেন এবং এটিএম কার্ড আপনার কাস্টমারদের বাড়িতে বাই পোস্ট এর মাধ্যমে চলে আসবে |তবে এই এটিএম কার্ড নিতে হলে আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে |
Paytm KYC BC Point এর জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন
একটা কথা আপনাদেরকে প্রথমেই বলে দিই,Paytm KYC BC Point নেয়ার জন্য কোন পয়সা লাগে না |আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে বলা হয় আপনাকে, আপনি কিছু টাকা পেমেন্ট করুন তাদেরকে তারা আপনাকে পেটিএম এর Paytm KYC BC Point বানিয়ে দেবে | ভুলেও আপনারা এই কাজটি করতে যাবেন না কারণ পেটিএম এর Paytm KYC BC Point এর জন্য কোন রকম পয়সা লাগে না |এটা সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায় |
পেটিএম Paytm KYC BC Point নিতে হলে এখানে ক্লিক করুন এবং একটা রেজিস্ট্রেশন ফরম খুলে যাবে | এই পেজটাই সম্পূর্ণ আপনার ডিটেইলস দিয়ে ফিলাপ করুন | অনলাইনে আবেদন করার বেশ কিছুদিন পর অর্থাৎ কুড়ি থেকে ত্রিশ দিনের মধ্যে পেটিএম কোম্পানি থেকে আপনাকে ফোন করা হবে এবং যাবতীয় জিনিস আপনার জানা হবে সমস্ত কিছু ঠিকঠাক করে যাচাই করার পর আপনাকে পেটিএম এর কেওয়াইসি পয়েন্ট দেওয়া হবে|
No comments:
Post a Comment